- আব্দুররহমান ইবন হাম্মাদ আলে-উমার
- islamhouse
- আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
- 2010
- 172
- 4786
- 1615
- 1661
শাশ্বত জীবনব্যবস্থা
হে জ্ঞানবান মানুষ, আপনার যে রব আপনাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে জানা ব্যতীত ইহকাল ও পরকালে কোনো মুক্তি ও মঙ্গল নেই। তাঁর উপর ঈমান আনা এবং একমাত্র তাঁরই ইবাদত করা, আপনার রব কর্তৃক আপনার কাছে ও সকল মানুষের কাছে প্রেরিত নবীকে জানা, তাঁর উপর ঈমান আনা, তাকে অনুসরণ করা, আপনার যে দীন গ্রহণ করতে আপনার রব আপনাকে নির্দেশ দিয়েছেন, সে সত্য দীনকে জানা, এর প্রতি ঈমান আনা এবং সে অনুযায়ী আমল করা ব্যতীত আপনার কোনো মুক্তি ও কল্যাণ নেই।
আর এ গ্রন্থ, ‘দীনে হক্ক’ বা ‘শাশ্বত জীবনব্যবস্থা’, যা আপনার সামনে পেশ করছি, তাতে এসব মহান বিষয়সমূহের বর্ণনা রয়েছে। যা জানা ও আমল করা আপনার উপর একান্ত কর্তব্য। কোনো কোনো বাক্য বা কোনো কোনো মাসআলাতে যদি অতিরিক্ত বর্ণনার প্রয়োজন দেখা দেয় তখন সেটাকে আমি গ্রন্থটিকায় আলোচনা করেছি। তা সবই বর্ণনা করেছি মহান আল্লাহর বাণী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের উপর ভিত্তি করেই। কারণ হক দীন, যা ব্যতীত আল্লাহর আর কিছু গ্রহণ করবেন না, তার একমাত্র প্রত্যাবর্তনস্থল তো এ দু’টি বস্তুই।
আর আমি অন্ধ অনুকরণ ছেড়ে দিয়েছি, যা অনেক মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। বরং আমি এ গ্রন্থে এমন কিছু সম্প্রদায়েরও উল্লেখ করেছি যারা পথভ্রষ্ট অথচ তারা হকের উপর আছে বলে দাবী করে, বাস্তবে তারা হক দীন থেকে বহু দূরে অবস্থান করছে। যাতে করে এসব দল ও মতের দিকে সম্পর্কযুক্ত অজ্ঞ মানুষ ও অন্যান্যরা তা থেকে সাবধান হতে পারে। আর আল্লাহই আমার জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।
Source: islamhouse